প্রথম বারের মত এখলাছপুরে অনুষ্ঠিত হলো একটি ভিন্ন ধারার অনুষ্ঠান। পবিত্র মাহে রমজান উপলক্ষে ১ মাস ব্যাপী হিলফুল ফুজুল ফাউন্ডেশন (এখলাছপুর)কতৃক আয়োজিত “পবিত্র কোরআন তেলোয়াত ও নাতে রাসুল প্রতিযোগীতা”। মাস ব্যাপী প্রতিযোগীদের হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর আজ ফাইনাল সম্পুর্ন হলো। এতে অংশ গ্রহন করেন মতলব উত্তরের নামকরা সকল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিযোগীদের অসাধারন পারফরমেন্ছ সত্যি সবাইকে মুগ্ধ করেছে। নাতে রাসুলে ১ম স্থান অধীকার করেন হাশিমপুর মাদ্রাসার ছাত্র এবং সর্ব কনিষ্ঠ প্রতিযোগী মারুফ, তিলোয়াতে ১ম হন এখলাছপুর মাদ্রাসার ছাত্র তকিউর রহমান। অনুষ্ঠানে সকল প্রতিযোগীকে পুরুষ্কার বিতরন ও সনদ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেড রুহুল আমিন সরকার এবং সভাপতিত্ব করেন জনাব সিরাজ উদ্দিন সরকার আরও উপস্থিত ছিলেন এলাকার মান্য গন্য ব্যক্তি বর্গ। প্রধান অতিথি ভবিষ্যতে উক্ত অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখতে সাবিক সহযোগীতার পাশাপাশি ব্যপক আকারে আয়োজন করা হবে বলে আস্বস্ত করেন । অনুষ্ঠান আয়োজনে ছিলেন এ্ডভোকেট জসিম, হারুন অর রশিদ, কিবরিয়া, মনিরুল ইসলাম মনির, জহিরুল ইসলাম প্রমূখ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS